মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) "Foundation of Pharmaceutical Microbiology: Exploring the Scope and Practices" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল গবির মাইক্রোবায়োলজি বিভাগ এবং গণ বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জিবিএমবিএএ) যৌথ উদ্যোগে দুপুর ২ টায় আইকিউএসি সভা কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারের মূল বক্তা রেনেটা (পিএলসি) কোম্পানির সিনিয়র সহকারী ম্যানেজার ও জিবিএমবিএএ এর সাধারণ সম্পাদক রায়হান আহমেদ বলেন, "ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে মাইক্রোবায়োলজিস্টদের কর্মক্ষেত্র দিন দিন প্রসারিত হচ্ছে। এই পেশার প্রধান দুটি ক্ষেত্র হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস। প্রোডাক্ট ডেভেলপমেন্টে তারা নতুন ওষুধ ও বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট উদ্ভাবনে গবেষণা ও উন্নয়নে কাজ করেন। অন্যদিকে, ম্যানুফ্যাকচারিং প্রসেসে অর্গানিজম সংক্রান্ত বিশ্লেষণ, কার্যকারিতা যাচাই এবং উৎপাদন পরিবেশের মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।"
তিনি আরো বলেন, "এনভায়রনমেন্টাল ও ওয়াটার এনালাইসিস, গুডসের মাইক্রোবিয়াল টেস্টিংসহ বিভিন্ন বিশ্লেষণমূলক কাজেও মাইক্রোবায়োলজিস্টরা যুক্ত থাকেন, যার মাধ্যমে পণ্যের গুণগত মান নিশ্চিত করা হয়। এসব ক্ষেত্র ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এবং এক্ষেত্রে দক্ষতা বাড়াতে এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিতে অংশগ্রহণ করাও গুরুত্ব পাচ্ছে। তাই এই খাতে আগ্রহী শিক্ষার্থীদের যতটা সম্ভব এসব কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আবুল হোসেন বলেন, "এখন শুধু পুঁথিগত বিদ্যায় পাশ করলেই হবে না চাকরি বাজারে টিকে থাকতে হলে আমাদের জানতে হবে কীভাবে জব অডিটর বা অন্যান্য পেশায় প্রবেশ করা যায়। অন্যথায় বেকারত্ব আরও বাড়বে। সম্প্রতি আমি মাইক্রোবায়োলজির এলামনাই অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম, যা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। বড় বিশ্ববিদ্যালয়গুলোর এলামনাইরা বিভিন্নভাবে অবদান রাখছে, আমাদের ক্ষেত্রেও তা সম্ভব। প্রতিষ্ঠিত এলামনাইরা চাইলে আর্থিক বা আয়োজনিক, যেকোনোভাবে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আজকের সেমিনার তার একটি উদাহরণ।"
উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, মাইক্রো বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা.শওকত মাহমুদ এবং মাইক্রোবায়োলজি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রথম দশজনকে পুরস্কার প্রদান করা হয়।
এমআই