দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিষধর সাপের কামড়ে শ্রীবাস বিশ্বাস (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বর্নি ইউনিয়নের উত্তর বাশুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত শ্রীবাস বিশ্বাস বর্নি ইউনিয়নের উত্তর বাশুড়িয়া গ্রামের নির্মল বিশ্বাসের ছোট ছেলে ও সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের ছাত্র।
শ্রীবাস বিশ্বাসের বড় ভাই নিরঞ্জন বিশ্বাস জানান, তিনি ও তার ভাই শ্রীবাস সকালে জমিতে পাট কাটতে যান। পরে কিছু কাটা পাট তিনি বাড়িতে রাখতে গেলে তখনই শ্রীবাসকে সাপে কামড় দেয়। বেশ কিছু সময় পরে পূনরায় ক্ষেতে গেলে দেখি শ্রীবাস অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ডাকাডাকি করার পর একটু জ্ঞান ফিরলে সাপের কামড়ের কথা জানায়। এরপর ডোংরাসুর গ্রামে এক ওঝার কাছে তিনি খুলনা হাসপাতালে নিতে বলেন। তাকে রাত ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন বিকেলে সে মারা যায়।
সময় জার্নাল/এসএ