অর্থনৈতিক প্রতিবেদক : বগুড়ায় বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১ শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি (অতিরিক্ত সচিব) জুম অ্যাপে সংযুক্ত থেকে সোমবার (৫ জুলাই) ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মো. রেজাউল আলম সরকার, আঞ্চলিক পরিচালক (উপসচিব), বিসিক, রাজশাহী; অখিল রন্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন); নাসিমা আক্তার নিশা, প্রেসিডেন্ট, উইমেন এন্ড ই-কমার্স (উই); কবির সাকিব, উপদেষ্টা, উইমেন এন্ড ই-কমার্স (উই)।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএম মাহফুজুর রহমান, উপমহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, বগুড়া। অনুষ্ঠানটি সঞ্চালন করেন তহমিনা তনু, মডারেটর, উই বগুড়া জেলা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৪৩ জন বিভিন্ন খাতের উদ্যোক্তা এ মেলায় স্টল বরাদ্দ নিয়েছেন, জুম অ্যাপ এ সংযুক্ত ছিলেন ৯৮ জন উদ্যোক্তা সহ অতিথিবৃন্দ।
অনলাইন মেলার মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য এ আয়োজন করা হয়েছে বলে বিসিক কর্তৃপক্ষ মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাগণকে অবহিত করেন।
সময় জার্নাল/এসএ