জুয়েল হোসেন, শেকৃবি:
রাজধানীর খামারবাড়িতে কৃষি খাত সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ মুখোমুখি অবস্থান নেন। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করেন, অন্যদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভে অংশ নেন।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এটিআই শিক্ষার্থীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল ফটক বন্ধ করে দেন, ফলে কর্মকর্তারা অফিসে প্রবেশ করতে পারেননি। অপরদিকে, দুপুর দেড়টার দিকে শেকৃবি শিক্ষার্থীরা ফটকের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত ছিলেন।
দুপুর আড়াইটায় এটিআই শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করলেও বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শেকৃবি শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।
শেকৃবি শিক্ষার্থীদের দাবিগুলো হলো, প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ না রাখা; নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ না রাখা এবং ১০ম গ্রেডের পোস্টসমূহ গেজেটের আওতার বাইরে রাখা; ১০ম গ্রেডের (উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/ সমমান) চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করা; কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সঙ্গে ‘কৃষিবিদ’ প্রত্যয় ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা; কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠানের (ডিএই) অধীনেই রাখা এবং ডিএইতে কর্মরতদের পদবি উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা করা।
এটিআই শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা; উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা; কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট নিরসনের ব্যবস্থা করা; কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএইর অধীন থেকে সরিয়ে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর করা; সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখা; বেসরকারি খাতে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের ন্যূনতম দশম গ্রেডের বেতন স্কেল নিশ্চিত করা; মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।
শেকৃবি শিক্ষার্থীরা জানিয়েছেন, এটিআই শিক্ষার্থীদের কিছু দাবির যৌক্তিকতা থাকলেও অনেক দাবি অযৌক্তিক এবং এগুলোর মাধ্যমে খামারবাড়ির মতো সংবেদনশীল স্থানে অস্থিতিশীলতা তৈরি করা গ্রহণযোগ্য নয়।
এমআই