মো. নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে লক্ষ্মীপুরে চার দিনে ৪১৪টি মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন লাখ ৫৮ হাজার ৫শ’ ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে রোববার (৪ জুলাই) পর্যন্ত বিধিনিষেধ অমাণ্যকারী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এসব জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জেলার ৫টি উপজেলায় ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্ব ১৮টি টিম পুরো জেলাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এতে সোনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতায় রয়েছেন ।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউনের শুরু থেকে মানুষকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, মাইকিংসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলাতে গত ২৪ ঘন্টায় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের ২১ জন সদর উপজেলার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০২ জনের। জেলাতে মোট করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৫৫ জনের। এর মধ্যে সদর উপজেলার ৩৪ জন।
সময় জার্নাল/এসএ