বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

আ’লীগ দিয়ে পাইকগাছায় বিএনপির এক নেতা আরেক নেতার খাল দখল ও হত্যার হুমকি

মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
আ’লীগ দিয়ে পাইকগাছায় বিএনপির এক নেতা আরেক নেতার খাল দখল ও হত্যার হুমকি

জেলা প্রতিনিধি: 

পাইকগাছা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু’র বিরুদ্ধে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ দিয়ে অন্য এক বিএনপি নেতা আবু তালেবের খাল দখল, হত্যার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাইকগাছা কপিলমুনি বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট সহ কৃষি জমি, বিভিন্ন সরকারি খাল ভোগ-দখলের অভিযোগে শাহাদাত হোসেন ডাবলু বাহিনী বিরুদ্ধে। 

শাহাদাত হোসেন ডাবলু বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিএনপির পাইকগাছা উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব জেলা বিএনপি সহ পাইকগাছা বিএনপির নেতৃবৃন্দের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়ার পর থেকে বিভিন্ন নম্বর থেকে আবুল তালেব ও তার পরিবারকে শাহাদাৎ হোসেন ডাবলু বাহিনীর পক্ষ থেকে মেরে লাশ গুম করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। এবিষয়ে আবু তালেব পাইকগাছা থানায় গত শুক্রবার (১৮ এপ্রিল) সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। সাধারণ ডায়েরি নং- ৯৬১।

অভিযোগ ও জিডি সূত্রে জানা গেছে, আবু তালেব কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর এলাকায় দীর্ঘদিন একটি মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। কিন্তু ৫ আগস্টের পরে আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে শাহাদাত হোসেন ডাবলু তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। আবু তালেব তাকে চাঁদা না দেওয়ায় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টায় শাহাদাত হোসেন ডাবলু’র নেতৃত্বে কপিলমুনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ, ছাত্রলীগ নেতা রাতুল ও আওয়ামী লীগ নেতা এম আজাদ হোসেনের নেতৃত্বে ৬০-৭০ জনের একটি সংঘবদ্ধ দল রিভলবর, চাইনিজ কুড়াল, রামদা লোহার রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মৎস্য ঘের নাছিরপুর খালের বাসায় অতর্কিত হামলা চালিয়ে ঘেরের মালামাল লুটপাট ও ভাঙচুর করে। এসময় ঘেরে থাকা কর্মচারী ওয়াজেদ আলী সরদারকে প্রচণ্ড মারপিট করে অস্ত্র উঁচিয়ে গুলি করে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখায়। পরে ওয়াজেদ আলী সরদারের অনুনয় বিনয়ে আওয়ামী ডাবলু বাহিনী জোরপূর্বক তার জবানবন্দি নিয়ে ঘের থেকে তাড়িয়ে দেয়। 

অভিযোগে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে শাহাদাত হোসেন ডাবলু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন নিয়ে এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে ডাবলু বাহিনী পাইকগাছায় কৃষি জমি, মালিকানাধীন ঘের, সরকারি খাল দখল সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে। এতে সাধারণ জনগণের মধ্যে চাপা ক্ষোভ ও উদ্বেগ কাজ করছে।

জানা গেছে, ২০২৪ সালের কপিলমুনি ইউনিয়ন বিএনপি নেতা শেখ জাহাঙ্গীর হোসেনের পুত্রের নামে ইজারাকৃত নাছিরপুর বদ্ধ জলমহলটি দখল করে নেয় শাহাদাৎ হোসেন ডাবলু বাহিনী। এ সময় থানায় শাহাদাত হোসেন ডাবলু ও তার ছোট ভাই এম আজাদ হোসেনের নামে থানায় মামলা করেন ভুক্তভোগীরা।

এবিষয়ে বিএনপি নেতা আবু তালেব বলেন, আমি একজন বিএনপি’র কর্মী হয়েও সন্ত্রাসী শাহাদাত হোসেনের দ্বারা নির্যাতিত হচ্ছি। এতে দলীয় নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। সে কারণে সংগঠনের কাছে প্রতিকার পাওয়ার জন্য লিখিত অভিযোগ দিয়েছি।

সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু বলেন, পাইকগাছা তালতলা গোয়ালবাথান মৎস্যজীবী সমবায় সমিতির লোকজন খাল দখল করেছে। আমি যেহেতু অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। সমিতির লোকজন আমার কাছে আসলে, আমি চেষ্টা করি তাদের সমস্যা সমাধান করার। কিন্তু দখলদারিত্ব সহ চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে। এসব কোন কিছুর সাথে আমি জড়িত নেই।

এ ব্যাপারে বিএনপি’র উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডা: আব্দুল মজিদ বলেন, নাছিরপুর খালের ইজারা সরকার এখনও কাউকে দেয়নি। ডাবলু খাস খতিয়ানভুক্ত খাল কোনো মাধ্যমকে ম্যানেজ করে ভোগদখল করেছে। জোরপূর্বক খাস খতিয়ানভুক্ত খাল দখল বিএনপি’র সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি। 

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর সমন্বয়ে খাল দখল ও হত্যার হুমকির অভিযোগে তিনি আরও বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ পুনর্বাসনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। কেউ এধরণের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে ডবলু’র বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।

খুলনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান ওরফে মন্টুকে বলেন, শাহাদাৎ হোসেন ডাবলুর বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে ইতোমধ্যে খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল্লা সাইদুল ইসলামকে প্রধান করে ২ সদস্যদের কমিটি গঠন করা হয়েছে। ডাবলু স্থানীয় আওয়ামী লীগের পুনর্বাসনসহ সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আমাদের চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল