জুয়েল হোসেন, শেকৃবি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৯ জন শিক্ষককে কোর্স ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছে শেকৃবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হুমকি-ধামকি, মিথ্যা মামলা দায়ের, ও হলত্যাগে বাধ্য করার মতো কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ০৯ (নয়) জন শিক্ষককে তদন্ত চলাকালীন সময়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কোর্স ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রাপ্ত শিক্ষকেরা হলেন , অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ; অধ্যাপক ড. মো: আনোয়ারুল হক বেগ, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ; অধ্যাপক ড. মোহাম্মদ আলী, কীটতত্ত্ব বিভাগ ; অধ্যাপক ড. নুরজাহান বেগম, কৃষি রসায়ন বিভাগ ; অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, ডেভেলফমেন্ট এন্ড পোভার্টি স্টাডিজ বিভাগ ; অধ্যাপক ড. মো: মিজানুর রহমান, কীটতত্ত্ব বিভাগ; অধ্যাপক ড. অশোক কুমার ঘোষ, ডেভেলপমেন্ট এন্ড পোভার্টি স্টাডিজ বিভাগ; অধ্যাপক ড. উদয় কুমার মহন্ত, মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগ ; অধ্যাপক ড. মো: সেকেন্দার আলী, কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ।
এমআই