মো:আল আমীন বাপ্পি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে প্রথমবারের মতো দিবসটি পালন করেন শিক্ষক শিক্ষার্থীরা। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো ‘আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি’।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র্যালিটি টিএসসির সামনে এসে শেষ হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় উদ্ভাবনী এবং সৃজনশীলতার উপর কৃষিক্ষেত্র সহ সৃজনশীলতা বিকাশের বিভিন্ন দিক আলোচনা করা হয়।।
প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. রুহুল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো: আলিমুল ইসলাম। উপাচার্য বলেন, কৃষিক্ষেত্রে কৃষি বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। বিগত সময়ে ধানের চাষাবাদ ফসল ছিল খুবই অল্প কিন্তু এখনকার সময়ে প্রতি হেক্টর জমিতে ফসল ফলন অনেক গুণে বেড়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, বহিরঙ্গনের পরিচালক প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমান, প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মোহাম্মদ রাশেদ আল মামুন প্রমুখ।
এমআই