মাহবুব হাসান টুটুল,মেহেরপুর প্রতিনিধিঃ বর্তমান সরকারের সকল সেক্টরের প্রভুত সাফল্য ও উন্নয়ন হয়েছে। ভিশন ২০২১ এর লক্ষ নিয়ে দেশ বর্তমানে নি¤œ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ভিশন ২০৪১ ও টেকশই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অনুযায়ী বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করার লক্ষে সরকার কাজ করছে। এসব উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করতে উপজেলা প্রিন্ট, ইলেক্ট্রনিক, রেডিও, অনলাইন মিডিয়াতে তুলে ধরতে মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।আজ ৫ ফেব্রæয়ারী, সোমবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসব্রিফিং এ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী।
এসময় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সাংবাদিক জুলফিকার আলী কানন, মাজেদুল হক মানিক, গাংনী রিপোর্টাস ইউনিটের সভাপতি হারুন অর রশিদ রবি, সাহাজুল ইসলাম সাজু, তৌহিদ উ দোলা রেজা প্রমুখ। এসময় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবীবুল বাশার উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ উপজেলার বিভিন্ন মিডিয়াতে কর্মরত সাংবাদিকদের উপস্থিত ছিলেন।