জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে এবার বির্স্তীর্ণ এলাকা জুরে চাষ হচ্ছে নিষিদ্ধ পপি বা আফিন। দশ বিঘা জমিতে এর চাষ হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে রোববার দুপুরে র্যাবের একটি দল মাঠে গিয়ে পপি গাছগুলো কেটে ফেলে এবং সেখান থেকে ৫জন পপি চাষীকে আটক করে নিয়ে আসে।
র্যাব ৫জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় প্রায় দশ বিঘা জমিতে পপি চাষ হচ্ছে এমন সংবাদ পেয়ে আজ সকালে একটি টিম অভিযান চালিয়ে ৫জন পপি চাষীকে আটক করা হয়। সেই সাথে পপির গাছগুলো কেটে ফেলা হয়।
আটককৃতরা হলেন জেলা সদরের বনখুর গ্রামের শ্রী রাজেন্দ্রনাথ দাস (৬০), পিতা- মৃত বিপুল চন্দ্র দাস, নইমুদ্দিন মন্ডল (৬০), বড়তাজপুর গ্রামের গোলাম মোস্তফা (৬৫) ও পাঁবিবি উপজেলার পুর্ব বালিঘাটা গ্রামের রিপন সর্দার (৩৭), নেপাল চন্দ্র দাস (৫২)।