মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

জুন থেকেই ব্রাজিলের কোচ আনচেলত্তি

মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
জুন থেকেই ব্রাজিলের কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক:

আগামী জুন থেকেই ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কার্লো আনচেলত্তি, ব্রাজিল সমর্থকদের কাছে এই সংবাদ চমকেই দেওয়ার মতোই। ব্যতিক্রম কিছু না হলে সেটিই হতে যাচ্ছে, এমনটিই বলছে ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’।

ইএসপিএন সূত্রের বরাতে জানিয়েছে, আনচেলত্তি জুন মাসে অনুষ্ঠেয় দুটি কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সঙ্গে এ বিষয়ে রিয়াল মাদ্রিদের কোচের মৌখিক আলোচনা হয়েছে।

যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। সূত্র জানিয়েছে, আনচেলত্তি ইতিমধ্যেই সিবিএফকে আগমন পরিকল্পনা শুরুর অনুমতি দিয়েছেন।

ব্রাজিল আশা করছে, আনচেলত্তি ২৬ মে রিও ডি জেনেইরোতে আসবেন। সেটি হবে রিয়ালের লা লিগার শেষ ম্যাচের (রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে) দুই দিন পর।

এর আগে গত রোববার ইএসপিএন জানিয়েছিল, রিয়াল ছাড়ার আলোচনা করতে কয়েক সপ্তাহের মধ্যে ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সাক্ষাৎ করবেন আনচেলত্তি। ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি থাকার কারণে দু’পক্ষকেই একটি সমঝোতায় পৌঁছাতে হবে।

আনচেলত্তি রিয়ালের ইতিহাসের অন্যতম সফল কোচ। দুই মেয়াদে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লা লিগা শিরোপা জিতেছেন তিনি। তবে চলতি মৌসুমটি ছিল হতাশাজনক। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে এবং গত শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল। লা লিগায় তারা পাঁচ ম্যাচ বাকি থাকতে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে। অর্থাৎ লা লিগার শিরোপাও প্রায় হাতছাড়া হয়ে গেছে।

অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গেল মার্চ মাস থেকে কোচবিহীন। এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে লজ্জাজনক হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল।

বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। তারা ৪ জুন ইকুয়েডর ও ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। যদি আনচেলত্তি সময়মতো মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন, তাহলে রিয়ালকে এই গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের জন্য নতুন কোচ বা অন্তর্বর্তী কোচ নিয়োগ করতে হবে।

এর আগে শনিবার বার্সেলোনার কাছে কোপা দেল রে ফাইনালে হারের পর আনচেলত্তি বলেন, ‘আমি রিয়ালে থাকবো কি না, সেটি আজকের বিষয় নয়, আগামী কয়েক সপ্তাহের বিষয়।’

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল