মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে কঠোর লকডাউনে সরকারী বিধিনিষেধ অমান্য করায় সোমবার (৫ জুলাই) জেলায় ১৬০টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ১৬০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের নিকট ২ লাখ ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় এবং একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসকের অফিস সূত্রে জানা গেছে, লকডাউন চলাকালে সোমবার জেলার ১৩টি উপজেলায় ১৬০টি মামলায় ১৬০ জনকে আসামী করা হয়েছে। তাদের নিকট থেকে জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৫ হাজার ৩০০ টাকা।
এর মধ্যে দিনাজপুর পৌর শহরেই ৪৫টি মামলায় ৪৫ জনকে আসামী করা হয়েছে এবং তাদের নিকট তেকে ২৮ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বিরল উপজেলায় ৯টি মামলায় ৯ জন আসামী ও ৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে, বিরামপুর উপজেলায় ১৬টি মামলায় ১৬ জন আসামী ও ৯ হাজার ৩শ’ টাকা জরিমানা, বোচাগঞ্জ উপজেলায় ২টি মামলায় ২ জন আসামী ও ১৫০০ টাকা জরিমানা, খানসামা উপজেলায় ৮টি মামলায় ৮ জন আসামী ও ৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায়, হাকিমপুরে ৮টি মামলায় ৮জন আসামী ও ২ হাজার ৭শ’ টাকা জরিমানা, ঘোড়াঘাটে ৯টি মামলায় ৯ জন আসামী ও ১৬ হাজার টাকা জরিমানা, চিরিরবন্দর উপজেলায় ৪টি মামলায় ৪ জন আসামী ও ১ লাখ ২ হাজার টাকা জরিমানা, পার্বতীপুরে ২১টি মামলায় ২১ আসামী ও ১৫ হাজার ৫০ টাকা জরিমানা, ফুলবাড়ীতে ১৯টি মামলায় ১৯ জন আসামী ও ৪ হাজার ৬০০ টাকা জরিমানা, নবাবগঞ্জে ১৫টি মামলায় ১৫ জন আসামী ও ১১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং বীরগঞ্জ উপজেলায় ৪টি মামলায় ৪ জন আসামী ও তাদের নিকট থেকে ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে চিরিরবন্দরে একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
সময় জার্নাল/এমআই