আন্তর্জাতিক ডেস্ক:
যদি পাকিস্তানের ওপর আগ্রাসন চালানো হয়, তাহলে তার উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ কথা বলেছেন। তিনি রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরে ইন-ক্যামেরা ব্রিফিংয়ে কার্যত এই হুঁশিয়ারি দেন ভারতকে।
বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের এদিন জাতীয় নিরাপত্তা ইস্যুতে ব্রিফ করেন লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
বৈঠকে আহমেদ শরীফ চৌধুরী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তানের প্রতিশ্রুতির কথা জোর দিয়ে তুলে ধরেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
উল্লেখ্য, গত ২২শে এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা হয়। তাতে কমপক্ষে ২৬ জন নিহত হন। এর দায় পাকিস্তানের কাঁধে চাপাচ্ছে ভারত। পাকিস্তান বলছে, হামলায় পাকিস্তান জড়িত এমন কোনো তথ্যপ্রমাণ দিতে পারেনি ভারত।
পক্ষান্তরে তারা আন্তর্জাতিক স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চাইছে। কিন্তু সে কথায় কান দিচ্ছে না নয়াদিল্লি। তারা অব্যাহতভাবে ইসলামাবাদকে দোষী করেই যাচ্ছে। এর ধারাবাহিকতায় সিন্ধু নদের পানিচুক্তি একতরফাভাবে স্থগিত করেছে, পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ করেছে, ওয়াগা-আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে।
আরও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। জবাবে ইসলামাবাদও ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করেছে। শিখ সম্প্রদায় বাদে ভারতীয়দের জন্য ভিসা বাতিল করেছে। ভারত থেকে পাকিস্তানগামী প্রধান সীমান্ত ওয়াগা বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় দুই পক্ষই যুদ্ধংদেহী অবস্থানে রয়েছে। জানান দেয়া হচ্ছে উভয় পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত। ভারত তো সেনাবাহিনীকে যুদ্ধের জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েই দিয়েছে।
সময় জার্নাল/এলআর