বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

কুড়িগ্রামে আজও অকারণে বের হওয়ায় কারাদন্ড-জরিমানা

মঙ্গলবার, জুলাই ৬, ২০২১
কুড়িগ্রামে আজও অকারণে বের হওয়ায় কারাদন্ড-জরিমানা

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনেও অকারণে বাইরে বের হওয়া মানুষদের কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। 

সরকারের আইন প্রয়োগে সোমবার দিন ব্যাপি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ৪টি টিমের নেতৃত্বে পুলিশ ও বিজিবিকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান পাট চালু রাখার অপরাধে ৩টি দোকান সিলগালা, ৭জনকে কারাদন্ড এবং অটোরিক্সা চালক ও
মোটর সাইকেল আরোহীসহ অন্যান্যদের নামে ১১৭টি মামলা ও ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

করোনা প্রতিরোধে প্রতিদিন জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নির্দেশে এ অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানকালে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান জানান, বিধি নিষেধ উপেক্ষা করে বিভিন্ন অজুহাতে মোটর বাাইকসহ বের হয়ে রাস্তা ও হাটবাজারে গণজমায়েত হচ্ছেন অনেকেই। এ কারনেই করোনা সংক্রমণ রোধে সরকারি প্রজ্ঞাপন অনুসারে জেলা প্রশাসনের উদ্যোগে মানুষকে ঘরে রাখতে, সামাজিক দুরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে এ অভিযান অব্যাহত থাকবে।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল