স্পোর্টস ডেস্ক:
আগামী শনিবার পুনরায় শুরু হবে আইপিএল। অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে ৩ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার (১৭ মে) পুনরায় শুরু হবে আইপিএল। অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে ৩ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
এর আগে, ধর্মশালায় ৮ মে দিল্লি-পাঞ্জাব ম্যাচে প্রথম ইনিংস চলাকালীন খেলা বন্ধ ঘোষণা করা হয়। সেদিন ভারতের জম্মুসহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় মিসাইল হামলা চালায় পাকিস্তান।
যার জেরে ভীত-সন্ত্রস্ত হয়ে আইপিএল স্থগিতের নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। প্রাথমিক ঘোষণা অনুযায়ী, ১ সপ্তাহের জন্য বন্ধ করা হয় খেলা। এইদিকে পাকিস্তানের সাথে যুদ্ধ বিরতি চুক্তি হওয়ায় আপাতত নেই কোনো শঙ্কা।
ফলে ফের মাঠে গড়াচ্ছে লড়াই। তবে কমে এসেছে ভেন্যু। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে-বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই ও আহমেদাবাদ। যেখানে অনুষ্ঠিত হবে মোট ১৭টি ম্যাচ।
প্লে অফের ভেন্যু পরে জানাবে বিসিসিআই। তবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর দিন ও তারিখ ঠিক করা হয়েছে। ২৯ মে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১ জুন।
৮ মে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ২৪ মে জয়পুরে আবার সম্পূর্ণভাবে খেলা হবে।
এদিকে পূর্বের সূচি অনুযায়ী, আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ মে। তবে তা পিছিয়ে এখন ফাইনাল গড়াবে ৩ জুন।
সোমবার (১২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
সময় জার্নাল/এলআর