রুহুল সরকার , রাজীবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে রাজীবপুর থানা পুলিশ।
দিবসটি পালন উপলক্ষে রোববার বিকেলে থানা চত্বরে আনন্দ উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক শফিউল আলম,আরও উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুধী জন প্রমুখ।
পরে রাজীবপুর থানার সাব ইন্সপেক্টর আরমান হোসেনের সঞ্চালনায় অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিডিও ভাষন প্রদর্শন করা হয় হয় বড় পর্দায়। এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী ভাষন সরাসরি দেখানো হয় অনুষ্ঠানে ।
আলোচনা সভায় বক্তারা ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা করেন। পরে অতিথিরা কেক কেটে আনন্দ উৎসব উদযাপন করেন।
উপজেলা প্রশাসন ও আ'লীগের উদ্যোগেও পৃথক পৃথক ভাবে যথাযত মর্যাদায় ঐতিহাসিক এই দিবসটি পালন করা হয়েছে।পাশ্ববর্তী রৌমারী উপজেলায়ও দিবস উদযাপন করেছে থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ।
সময় জার্নাল/রুহুল/ইএইচ