নিজস্ব প্রতিবেদক:
উন্মোচিত হলো সময়ের হালচাল নির্বাচিত প্রবন্ধ ৩। বইটির লেখক মনজু আরা বেগম। লেখক বিভিন্ন সময়ে তার পত্রিকায় প্রকাশিত লেখা নিয়ে প্রবন্ধটি সাজিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণ ভবনে সকাল ১১টায় মনজু আরা বেগমের প্রকাশিত গ্রন্থ 'সময়ের চালচলন—নির্বাচিত প্রবন্ধ ৩' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়া বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম)-এর সভাপতি এবং সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গ্রন্থের লেখিকা খ্যাতিমান গবেষক, কলাম লেখক (জাতীয় দৈনিক), এবং বিসিকের সাবেক মহাব্যবস্থাপক মনজু আরা বেগম বলেন, আমার বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত লেখা নিয়ে এই প্রবন্ধটি। লেখাগুলো এক করে বই আকারে প্রকাশের লক্ষ্য হলো যেন পরবর্তী প্রজন্ম, আমার লেখাগুলো পড়তে পারে। লেখাগুলো হারিয়ে না যায়।
তিনি তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পড়তে আহবান জানান।
এমআই