মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। সাঁকোটি নির্মাণ করেছেন উপজেলার চরপুটিমারী ও গাইবান্ধা ইউনিয়নের সীমান্তবর্তী কান্দারচর উদয়নগর গ্রামে পারাপারে দুর্ভোগে শিকার ভুক্তভোগী মানুষ।
সরেজমিনে দেখা যায়, দশআনী নদীর শাখা কাটাখালী নদীর ওপর স্থানীয়রা বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। সাঁকোর এক পাশের খুঁটি পড়েছে গাইবান্ধা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়। অপর পাশের খুঁটি পড়েছে চরপুটিমারী ইউনিয়নের সীমান্তে। খাটাখালী নদীতে সারা বছর ধরে পানি থাকে। পারাপারে নির্মাণ করা হয়নি ব্রিজ।
বিশেষ করে বর্ষা মৌসুমে পারাপারে চরম ভোগান্তির শিকার হন স্থানীয় বাসিন্দারা। কেউ পারাপারে ব্যবহার করেন ডিঙি নৌকা। কেউ কেউ পারাপার হন কলাগাছের ভেলায়। এতে দুইর্ঘটনার ঘটনাও ঘটার নজির রয়েছে। ওই এলাকার বাসিন্দা অন্তত দুই হাজার মানুষ খাটাখাল নদী অতিকষ্টে এভাবেই পারাপার হয়ে আসছেন দিনের পরে দিন।
স্থানীয় জামরুল আলী, তোতা মিয়া, মজা আলী, জানান, 'আমাদের গ্রামটি দুইটি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা হওয়ায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।'
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জালাল উদ্দীন জানান, 'কাটাখালী নদীতে একি ব্রিজ নির্মাণ করা জরুরি হয়ে পড়ছে।'
চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার জানান, 'খাটাখালী নদীতে ব্রিজ নির্মাণ করতে মোটা অংকের অর্থের প্রয়োজন। সেকারণেই ইউনিয়ন পরিষদ থেকে আমরা চাইলেও সেখানে অর্থের অভাবে ব্রিজ নির্মাণ করতে পারিনি।'
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল জানান, 'সরেজমিনে খোঁজখবর নিয়ে সেখানে ব্রিজ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হবে।'
সময় জার্নাল/এমআই