রাবি প্রতিনিধি:
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলা তদন্তে গাফিলতির প্রতিবাদ ও মূল ঘাতকসহ সকল আসামিদের গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (১৮মে) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরসংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের করা হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মশাল মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা 'সাম্য ভাই কবরে, খুনি কেন বাহিরে?', 'আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব দে', 'সাম্য ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না' প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, সাম্যের পায়ের রগে কুপিয়ে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। যারা গুপ্ত রাজনীতি করে ও পেছন থেকে আঘাত করার রাজনীতি করে তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা হুশিয়ার করে বলতে চাই, নতুন বাংলাদেশে এই রগ কাটার রাজনীতি সাধারণ মানুষ মেনে নিবে না। নৃশংশ এই হত্যার এতদিন পার হলেও বিচারে এখনও কোনো অগ্রগতি হয়নি। অতিদ্রুত বিচার কার্যকর না করলে রাবি শাখা ছাত্রদল ঢাকা থেকে রাজশাহীকে বিচ্ছিন্ন করে দিবে।
শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান বলেন, সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা গুপ্ত রাজনীতি করে ও পেছন থেকে আঘাত করার রাজনীতি করে তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আজ অনিরাপদ। অন্তবর্তী সরকার এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য আমাদের সাধারণ ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সাম্য ছাত্রদলের একজন নেতা হলেও সে একজন শিক্ষার্থী, তাকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নৃশংশভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার এতদিন পার হলো কিন্তু বিচারে এখনও কোনো অগ্রগতি দেখতে পেলাম না। আমরা ছাত্রদল সাম্যসহ এই সময়ে যত সাধারণ ছাত্র হত্যার শিকার হয়েছে, সকলের বিচার চাই।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, আমার ভাই সাম্য ছিলো জুলাইয়ের সম্মুখ যোদ্ধা। তাকে পরিকল্পিতভাবে পায়ের রগে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কে বা কারা এই রগের রাজনীতি করে। তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, নতুন বাংলাদেশে আপনাদের এই রগ কাটার রাজনীতি সাধারণ মানুষ মেনে নিবে না। আমরা দেশের সকল জনগণের কাছে আহ্বান জানাই, সাম্যের বিচার দ্রুত কার্যকর করার জন্য রাস্তায় নেমে আসার জন্য।
তিনি আরও বলেন, ঢাকা থেকে রাজশাহীকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, সাম্য হত্যার বিচার দ্রুত কার্যকর না করলে রাবি শাখা ছাত্রদল ঢাকা থেকে রাজশাহীকে বিচ্ছিন্ন করে দিবে। এছাড়াও আজকের এই মশাল মিছিল রাবি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদ আলী। এসময় অন্যদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু, শাকিলুর রহমান সোহাগ, এম এ তাহের, আহ্বায়ক সদস্য নাফিউল ইসলাম জীবন, শেখ নূর উদ্দিন আবির প্রমুখ উপস্থিত ছিলেন।কর্মসূচিতে ছাত্রদলের প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এমআই