শুক্রবার, ২৩ মে ২০২৫

জামালপুরে দিনব্যাপী পুষ্টি মেলা; সুস্থ জীবন ও সুষম খাদ্য নিয়ে আলোচনা

বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
জামালপুরে দিনব্যাপী পুষ্টি মেলা; সুস্থ জীবন ও সুষম খাদ্য নিয়ে আলোচনা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দেওয়ানগঞ্জ চিকাজানী এলাকায় এ মেলার আয়োজন করে "জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)" প্রকল্প।

মেলায় অংশগ্রহণ করেন স্থানীয় কমিউনিটির সদস্যবৃন্দ, মা ও শিশু, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনব্যাপী আয়োজনে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে নানা তথ্য ও বার্তা তুলে ধরা হয়।

পুষ্টি মেলায় প্রধান আলোচ্য বিষয় ছিল—খাদ্য নিরাপত্তা, অনিরাপদ খাদ্যের কারণ, খাদ্য নির্বাচন ও ক্রয়, সংরক্ষণ, নিরাপদভাবে রান্না এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস। এছাড়া কিভাবে পরিবেশবান্ধব উপায়ে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলা যায় এবং আয়ের মাধ্যমে পুষ্টি উন্নয়ন সম্ভব—তাও তুলে ধরা হয়।

মেলায় ছয়টি থিমভিত্তিক সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়। এগুলো হলো: ১. পরিবেশবান্ধব পারিবারিক পুষ্টি বাগান ২. পারিবারিক পুষ্টি ও সুষম খাবার ৩. নিরাপদ খাদ্য কর্নার ৪. কিশোরী পুষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ৫. নারী-পুরুষের সমতায় পুষ্টির প্রভাব ৬. পারিবারিক পুষ্টি উন্নয়নে আয়ের ভূমিকা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, কমিউনিটি হেলথ প্রোভাইডার মোখলেসুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং ওয়ার্ল্ড ভিশন জেসমিন প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট নাহিদা ইসলাম আখি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. শরীফ উদ্দিন। তিনি "Five Zero Plus" এবং "ENOUGH ক্যাম্পেইন"-এর অন্তর্ভুক্ত “Global May Moment 2025 – Nourish to Flourish (পুষ্টি থেকে সমৃদ্ধ হও)” প্রতিপাদ্যের আলোকে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি একটি বড় চ্যালেঞ্জ। অপুষ্টির ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ENOUGH ক্যাম্পেইনের মতো উদ্যোগগুলো এই চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

আয়োজনে অংশগ্রহণকারী সবাই নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হন।

আলোচনার পর মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে জামালপুরের খাজা বাবা সত্য বাউল সংঘ নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে লোকসংগীত পরিবেশন করে মুগ্ধতা ছড়ান।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় পরিচালিত অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) আওতায় ‘নিউট্রিশন সেনসিটিভ ভ্যালু চেইন’ (NSVC) প্রকল্প ২০১৮-২০২৩ পর্যন্ত জামালপুর জেলায় বাস্তবায়িত হয়। তারই বর্ধিত অংশ হিসেবে ২০২৩ সাল থেকে সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলায় “GESMIN” প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল