চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পর্যায়ে মিডিয়া পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সংবর্ধনা দেয়া হয়।
এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ জোবায়ের আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপির প্যানেল চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।