সাব্বির আহম্মেদ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের লকডাউনের ৭ম দিনে অযথা বাড়ির বাইরে বের হওয়া, মাস্ক না পড়া, স্বাস্থ্যবিধি না মানাসহ লকডাউন পরিপন্থি কাজ করায় মামলা ও জরিমানা করেছে জেলার ৫টি উপজেলায় ১২টি ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসক শরিফুল ইসলাম রাতে সাংবাদিকদের জানান, আজ বুধবার সকাল থেকে রাত পর্যন্ত এসব ভ্রাম্যমান আদালতে ৪৭টি মামলায় ৪৭ জনের কাছ থেকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া গত ১জুলাই থেকে আজ পর্যন্ত মোট ৭ দিনে জয়পুরহাট জেলায় সর্বমোট ১৯৬টি ভ্রাম্যমান আদালতে ৫৫০টি মামলায় ৫৫০ জন ব্যক্তিকে আইন অমান্য করায় ও স্বাস্থ্যবিধি না মানায় মোট ৩ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং ১ জন ব্যক্তিকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঁয়া জানান, এ সব ভ্রাম্যমান পরিচালনা কালে জেলা প্রশাসনের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রতি দিন ২০০ জন পুলিশ, ৩৯ জন সেনাবাহিনী, ১ প্লাটুন বিজিবি, ৫০ জন র্যাব ও উল্লেখযোগ্য সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণ সহায়তা করেন।
জেলা প্রশাসক শরিফুল ইসলাম ঘটনার সত্যা নিশ্চিত করে জানান, জন স্বাস্থ্য সুরক্ষাসহ জনস্বার্থে চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীরা যথাযথ কাজ করছেন। এছাড়া আইনানুগ নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলসহ ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজ অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
সময় জার্নাল/এমআই