নারায়নগঞ্জ প্রতিনিধি : চার মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মহাসড়ক অবরোধ করেছেন সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কাঁচপুর সেতুর ঢালুতে গাছ ফেলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। অবরোধের কারণে কাঁচপুর সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে যেসব পণ্যবাহী যানবাহন যাতায়াত করছে, সেসব যানবাহনের কারণে সেতুর দুই পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়ক অবরোধে অংশ নেওয়া সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিক সাজ্জাদ, আছমা বেগম ও জরিনা আক্তার অভিযোগ করে বলেন, চার মাস ধরে তারা বেতন-ভাতা পাচ্ছেন না। কারখানাটি বর্তমানে বন্ধ রয়েছে। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখছেন না। বেতন-ভাতা পরিশোধ না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
সরেজমিনে দেখা যায়, কাঁচপুর সেতুর ঢালুতে ও কাঁচপুর সেতুর ওপর শ্রমিকরা অবরোধ করায় কোনো ধরনের যানবাহন চলতে পারছে না। এমনকি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সকেও তারা ছাড় দিচ্ছেন না। অ্যাম্বুলেন্সে বসে থাকা অনেক রোগীর স্বজনদের কান্নাকাটি করতে দেখা যায়।
কুমিল্লা শহর থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের চালক আজগর আলী বলেন, দুই ঘণ্টা ধরে মুমূর্ষু রোগী নিয়ে কাঁচপুর সেতুর নিচে বসে আছি। অবরোধকারীদের অনেক অনুরোধ করার পরও আমার অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে দিচ্ছেন না।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা দুটি মহাসড়ক অবরোধ করেছেন। তাদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চলছে।
সময় জার্নাল/আরইউ