সময় জার্নাল প্রতিবেদক: পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া সম্পন্ন হলে তারপরে ভ্যাকসিন পাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
দেশের সব শিক্ষার্থীকে টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু করা হবে। সে অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে টিকা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অগ্রাধিকার ভিত্তিতে ৩৮ বিশ্ববিদ্যালয়ের এক লাখ তিন হাজার ১৫২ জন আবাসিক শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য অধিদফতরকে দিয়েছে। ইউজিসির ওই তালিকায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের নাম।
ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ইউজিসি সচিব অধ্যাপক ড. ফেরদৌস জামান বলেন, এই মুহূর্তে পাবলিক বিশ্ববিদ্যালয়য়ের আবাসিক এক লাখের বেশি শিক্ষার্থীকে টিকা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর পাবলিকের অনাবাসিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।
তিনি বলেন, এরপর টিকা পাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এজন্য এই কলেজের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে এর তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে।
সময় জার্নাল/এমআই