রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে ‘শত কোটি’ টাকা মূল্যের তক্ষক উদ্ধার

বৃহস্পতিবার, জুলাই ৮, ২০২১
ফরিদপুরে  ‘শত কোটি’ টাকা মূল্যের তক্ষক উদ্ধার

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় বেচাকেনার সময় বিরল প্রজাতির প্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুত্রে  জানা যায়, আলফাডাঙ্গা থানার এস আই কাদেরের নেতৃত্বে টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি গ্রামের একটি তক্ষক বেচাকেনা হওয়ার খবর শুনে মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় জড়িতরা ওই তক্ষকটি একটি ব্যাগে ভরে সেটি গাছে ঝুলিয়ে রেখেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি রেখে পালিয়ে যায়। এ সময় তক্ষকসহ ব্যাগটি উদ্ধার করে তিনি থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়া তক্ষকটি প্রায় ১৩ ইঞ্চি লস্বা। প্রাণীটির কথিত মূল্য ১০০,০০,০০,০০০ ( এক শ’ কোটি ) টাকা বলে জানা গেছে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-২৬৪। এ ঘটনায় কেউ আটক হয়নি। ঘটনাটি কর্তৃপক্ষকে জানানোর পর উপজেলা বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সামনে প্রাণীটিকে অবমুক্ত করা হয় ।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল