এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ১০ ব্যাক্তি ও উপসর্গ নিয়ে আরো নয় জনের মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এটি করোনাকালে ফরিদপুরে সর্বোচ্চ মৃত্যু।
পিসিআর ল্যাবের তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৮জন। আক্রান্তের হার ৪৭.১০৯ভাগ। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ৩৭৫ জন।
ফরিদপুরে এ পর্যন্ত মারা গেছেন ২৬৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার চারশ ৫৬জন। আক্রান্তের হার ২৩.৩২ ভাগ।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, ‘এই দুর্যোগের সময়ে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী করোন প্রতিরোধে কাজ করে যাচ্ছি, করোনার প্রথম দিকে আমরা ভাল ছিলা, তবে দ্বিতীয় ঢেউয়ের মাঝামাঝি সময়ে একটু খারাপ দিকে রয়েছে। আমরা সকলকে নিয়ে চেষ্টা করে যাচ্ছি এই যুদ্ধে জয়ী হতে।’
সময় জার্নাল/এমআই