মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

রামুতে জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার সুরক্ষায় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
রামুতে জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার সুরক্ষায় সভা অনুষ্ঠিত

খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি: 

রামুতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর উদ্যোগে সোমবার, ৩০ জুন সকালে জাগো নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা তুলে ধরেন, নারীরা সামাজিক বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের যুগপৎ চাপে বিপর্যস্ত হচ্ছেন। বিশেষ করে, দুর্যোগপ্রবণ অঞ্চলে বসবাসকারী নারীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। নারীর নেতৃত্ব ও ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতির সক্ষমতা উন্নয়ন এবং সমন্বিত নীতিমালার মাধ্যমে নারীবান্ধব অভিযোজন কৌশল গ্রহণ জরুরি।

আয়োজক রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) আশা করছে, এ ধরনের ফোকাস গ্রুপ ডিসকাশন স্থানীয় অভিজ্ঞতা ও প্রয়োজনীয়তা নীতি নির্ধারকদের সামনে তুলে ধরবে এবং ভবিষ্যতে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে।

সভা পরিচালনায় ছিলেন- রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম। উপস্থিত ছিলেন রিইব-এর প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান এবং কমিউনিকেশন অফিসার জান্নাতিন তাজরিমিন রিথি।

এছাড়াও সভায় জাগো নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় নেতা, স্বেচ্ছাসেবী ও পরিবেশ সুরক্ষা আন্দোলন এবং অন্যান্য নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল