বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইবিতে শিক্ষকের বিরূদ্ধে ফের নেকাব নিয়ে কটাক্ষের অভিযোগ

বুধবার, জুলাই ২, ২০২৫
ইবিতে শিক্ষকের বিরূদ্ধে ফের নেকাব নিয়ে কটাক্ষের অভিযোগ

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি: 

ভাইভাতে নেকাব নিয়ে কটাক্ষসহ বিভিন্নভাবে হেনস্তার অভিযোগ করেছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের ২০১৯-২০ বর্ষের এক ছাত্রী। অভিযুক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুুল ইসলাম। 

গত ২২ জুন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমুল হুদা বলেন বরাবর তিনি এসব অভিযোগ লিখিত জমা দেন।

ছাত্রী অভিযোগে লেখেন, আমার ও আমার বান্ধবীকে  শিক্ষক আজিজুল বলেন, 'তোমরা সবসময় একসাথে থাকো, রাতেও কি একসাথে একই কম্বলের নিচে ঘুমাও। মার্কের প্রলোভন দেখিয়ে বলেন যে-"তোমার কোনো পরিবর্তন নাই, কিভাবে মার্কস নিতে হয় জানো না, আন্তরিকতা বাড়াতে হয়"।

তিনি আরও লেখেন, ১ম বর্ষে থাকাকালে টিউটোরিয়াল পরীক্ষার পরের দিন ফোন দিয়ে কম মার্কসের বাহানায় রুমে ডাকে, আমি না যাওয়ায় তারপর থেকে ক্লাসে আমার উপর প্রচন্ড রাগ দেখানো শুরু করেন এবং বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করেন এবং ক্লাসে আমাকে বলেন- তুমি কি জাদু জানো, কবিরাজি করো?

এছাড়া একইদিনে (২২জুন) যৌন হয়রানি, ছাত্রীদের ইমোতে ভিডিও কল দেওয়া, কুরুচিপূর্ণ মেসেজ প্রদান, নম্বর কম দেওয়া, রুমে ডাকা, বাজে ইঙ্গিত, কটূক্তি, বডি শেমিং ও বিবাহিত ছাত্রীদের বিয়ে বহির্ভূত সম্পর্কের উপকারিতা বোঝানোসহ নানা অভিযোগ উল্লেখ করে বিভাগটির অন্তত ডজনখানেক ছাত্রী বিভাগের সভাপতি বরাবর লিখিত জমা দেন। একইসঙ্গে তারা তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

অভিযোগের প্রেক্ষিতে গত ২৮ জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগের সকল কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেয় বিভাগটি।

শিক্ষার্থীদের এসব অভিযোগ অসত্য দাবি করে অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম বলেন, আমি তাদের সাথে যে দৃষ্টিভঙ্গিতে কথা বলেছি তারা সেটাকে ইতিবাচকভাবে নেয়নি। আমি কোনো শিক্ষার্থীকে হেনস্তা করিনি। বরং তারা আমার কথা ও কাজকে ভুলভাবে নিয়েছে। আমি মনে করি পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে আমার উপর ক্ষুব্ধ হয়ে অসত্য অভিযোগ দিয়েছে। আর কখন কোন পরিস্থিতিতে কি বলেছি তা আমি এই মুহূর্তে বলতে পারছি না। 

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমুল হুদা বলেন, অভিযোগ পাওয়ার পরে আমরা নিয়মানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে আমরা তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছি। আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বিভাগের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।  

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ বর্ষের সেমিস্টার ফাইনালের ভাইভাতে নেকাব না খোলায় এক ছাত্রীর ভাইভা নেননি বোর্ডের শিক্ষকরা। এর প্রেক্ষিতে ক্যাম্পাসে দুই দফায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে দেড় মাস আটকে থেকে গত বছরের ২৭ জানুয়ারি উপাচার্যের নির্দেশে সেই ছাত্রীর ভাইভা গ্রহণ করা হয়।


একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল