মোঃ মুকবুল, গজারিয়া প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় জেলা পরিষদ কর্তৃক অর্থায়নে জেলা পরিষদ সদস্য নাজমুল হোসেন মেম্বার এর উদ্যোগে বালুয়াকান্দি ইউনিয়নে নিম্নআয়ের পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার ১১ জুলাই সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি এলাকায় কুতুবিয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে সেলাই মেশিন বিতরণ করা হয় ।
জেলা পরিষদ সদস্য, বালুয়াকান্দি ইউনিয়ন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য নাজমুল হোসেন মেম্বার জানান, জেলা পরিষদের অর্থায়নে বালুয়াকান্দি ইউনিয়নে নিম্নআয়ের পরিবারের মাঝে নারীদের কর্ম দক্ষতা বৃদ্ধিতে ও নিজ নিজ পরিবারের স্বাবলম্বী অর্জনে সহায়ক হিসাবে ৩৬ টি সেলাই মেশিন বিভিন্ন গ্রামের সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরো জানান, জেলা পরিষদের অর্থায়নে মহামারী করোনাভাইরাস চলাকালীন সময়ে বালুয়া কান্দি ইউনিয়ন সহ একাধিক ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ এবং কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন সহ পাশাপাশি নিজস্ব অর্থায়নে খাদ্যশস্য ঈদ সামগ্রী প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
বালুয়াকান্দি ইউনিয়ন মুদারকান্দি আড়ালিয়া গ্রামের রাজিয়া আক্তার জানান, তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য স্বামী সাইদুল ইসলাম দিনমজুরের কাজ করেন। সংসারের খরচ লাগবে গ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের কাছে সেলাই মেশিনের কাজ শিখেন। নিজের টাকায় সেলাই মেশিন কিনে কাজ করার সামর্থ নেই। গরিবের বন্ধু সাধারণ নারী পুরুষের সহযোগিতায় পাশে থাকা নাজমুল হোসেন মেম্বার এর সেলাই মেশিন পেয়ে সংসারের স্বচ্ছতা ও রুজি রোজগারে স্বাবলম্বী অর্জন করতে বিশেষ সহায়ক হবে।
সময় জার্নাল/এমআই