সর্বশেষ সংবাদ
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।
সম্প্রতি রাজাপুর উপজেলার নৈকাঠি, মেডিকেল মোড়, বাগড়ি বাজার, বাইপাস মোড় ও উপজেলা পরিষদ এলাকা ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের লিফলেট বিতরণ করেন। দলীয় কর্মসূচি ও আগাম নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও জনগণের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
দলের তৃণমূল পর্যায়ে সুপরিচিত এই নেতা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, শিক্ষা, গবেষণা এবং মানবাধিকার উন্নয়নেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে ইঞ্জিনিয়ার রেজাউল করিম যুবদল, জিয়া পরিষদ, যুক্তরাজ্য বিএনপিসহ বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ঝালকাঠি জেলা বিএনপি ও কাউখালী উপজেলা বিএনপির সাবেক নেতা এবং যুক্তরাজ্য বিএনপি ও সম্মিলিত পেশাজীবী পরিষদ (যুক্তরাজ্য শাখা)-এর সঙ্গেও যুক্ত ছিলেন।
শিক্ষা ও সমাজ উন্নয়নে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—
সাতুরিয়া ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ
আলহাজ্ব কে.এম. আবদুল করিম জামিয়া ইসলামিয়া ইয়াতিমখানা
জামিয়া ইসলামিয়া বহুমুখী দাখিল মাদ্রাসা
মোস্তফা হায়দার একাডেমি
গবেষণা ও মানবাধিকার বিষয়েও তার সক্রিয়তা প্রশংসনীয়। তিনি শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট, সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি রিসার্চ সেন্টার, জীবনানন্দ দাশ গবেষণা কেন্দ্রসহ একাধিক সংস্থার চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
দৈনিক যায়যায়দিন পত্রিকার একজন বিশেষ সংবাদদাতা হিসেবেও তার পরিচিতি রয়েছে।
দলীয় ও সামাজিক মহলে ইঞ্জিনিয়ার রেজাউল করিমের গ্রহণযোগ্যতা এবং তার নেতৃত্বগুণ তাকে ঝালকাঠি-১ আসনের বিএনপি প্রার্থী হিসেবে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। অনেকেই মনে করছেন, সংগঠন ও জনগণের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কই তাকে আসন্ন নির্বাচনে দলের মনোনয়নের জন্য একজন প্রতিশ্রুতিশীল প্রার্থী হিসেবে বিবেচনায় আনবে।
একে
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল