নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও দলটির প্রতীক ‘নৌকা’ আপাতত নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে বহাল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাছউদ। অন্যদিকে, এনসিপির প্রস্তাবিত ‘শাপলা’ প্রতীক এখনই তালিকাভুক্ত হচ্ছে না।
রোববার (১৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাছউদ এ কথা জানান।
প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে।
এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরবর্তীতে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে।
এর আগে রোববার (১৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ১১টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর প্রতিনিধি বৈঠকে বসেন।
এরমধ্যে শাপলা প্রতীক তফসিলভুক্ত করা হয়নি। পাশাপাশি নিবন্ধন পুনর্বহালের পর দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করা হয়েছে এবং নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক বহাল রয়েছে। এই প্রসঙ্গ টেনে সিইসির সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাক অবস্থায় নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এই বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকাকে প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।
তিনি আরও বলেন, যতক্ষণ আওয়ামী লীগের বিষয়ে সরকারের অন্য কোনো সিদ্ধান্ত বা আদালতের কোনো নির্দেশনা না আসা পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না।
এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নাই। শাপলা ছাড়া আমাদের বিকল্প অপশন নাই আর যদি শাপলা পেতে আমাদের বাধা দেওয়া হয়; তাহলে সেই বিষয়ে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।
এর আগে গত ২২ জুন এনসিপি গত দলীয় নিবন্ধনের আবেদনে নিজেদের প্রতীক হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে রাখে শাপলাকে। এই প্রতীক তারা পাবেন এমন আশাবাদের কথাও জানান এনসিপি নেতারা। তবে নাগরিক ঐক্যও দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করে। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে।
এছাড়া শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি দলীয় প্রতীক হতে পারে কি না এটা নিয়েও বিতর্ক ওঠে। এরমধ্যে গত বুধবার নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনি প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না প্রতীকটি। আমরা নীতিগতভাবে এটা সিদ্ধান্ত নিয়েছি।
ইসি কর্মকর্তারা বলছেন, কোনো দল নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যে প্রতীকগুলো থাকে সেখান থেকেই বরাদ্দ পায়। এক্ষেত্রে ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলেই প্রজ্ঞাপন জারি করবে কমিশন।
বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য। যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগেরও প্রতীক রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। তবে নতুন তালিকা আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হয়ে আসলে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লাসহ প্রতীকের সংখ্যা দাড়াবে ১১৫টি।
এমআই