স্পোর্টস ডেস্ক:
ফিফা নারী র্যাংকিংয়ে নজিরবিহীন সাফল্য পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে সাবিনা-কৃষ্ণারা। বৃহস্পতিবার প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে বাংলাদেশ।
এর আগে, ১২ জুন প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১২৮তম। হালনাগাদ র্যাংকিংয়ে সবচেয়ে উন্নতি হয়েছে বাংলাদেশরই। নতুন র্যাংকিংয়ে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ +৮০.৫১ পয়েন্ট। ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাংকিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ
দেশের নারী ফুটবলের ইতিহাসে ফিফা র্যাংকিংয়ে এর আগে ১০০তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। ২০১৩ ও ২০১৭ সালে (১৫ ডিসেম্বর) দুবার ঠিক এই অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা। এতদিন ২০২৬ সালের এশিয়ান কাপে যে ১২টি দল খেলবে, তাদের মধ্যে র্যাংকিংয়ে সবার নিচে ছিল বাংলাদেশ। হালনাগাদ র্যাংকিংয়ে নিচেই থাকলো আফঈদারা।
শীর্ষ র্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। ইউরো রানার্সআপ স্পেন এক ধাপ এগিয়ে এখন শীর্ষে। যুক্তরাষ্ট্র নেমে গেছে দুইয়ে। তিন ধাপ এগিয়ে সুইডেন উঠে এসেছে তৃতীয় স্থানে। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড চারে, আর জার্মানি নেমে গেছে পাঁচে। কোপা আমেরিকা জয়ী ব্রাজিল তিন ধাপ পিছিয়ে এখন সপ্তম। দুই ধাপ এগিয়ে আর্জেন্টিনা উঠে এসেছে ৩০ নম্বরে।
এমআই