নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন।
আজ (১৭ জুলাই) বৃহস্পতিবার তিনি পদতাগ পত্র জমা দিয়েছেন বলে বাংকটির একটি সূত্র নিশ্চিত করেছে।
কয়েক দিন আগে ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ তাঁর স্ত্রী মর্জিনা বেগম, দুই পুত্র জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলাকারনায়েন টিয়ান ও কন্যা তাসমিয়া তারান্নুম নওমির হিসাব তলব করা হয়। এই ঘটনার পরই তিনি পদত্যাগ করলেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেছেন, ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত।
জানা গেছে, ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে চায় বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক-সংশ্লিষ্ট একটি পক্ষও তাদের একজনকে চেয়ারম্যান করার জন্য চাপ দিয়ে আসছিল। এমন পরিপ্রেক্ষিতে ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ পরিবারবর্গের ব্যাংক হিসাব তলব করা হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। পরে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
এমআই