জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে।
গত রবিবার (১৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের ফুলকোঁচা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার মোঃ মিনহাজ উদ্দিন বাবু (৩৮) ফুলকোঁচা গ্রামের মৃত এনামুল হকের ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঐ ঘটনার পরদিন (১৪ জুন) সাত জনের নাম ও অজ্ঞাত আরও ২০/৩০ জন উল্লেখ করে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী মিনহাজ উদ্দিন বাবু।
অভিযুক্তরা হলেন, ফুলকোঁচা ইউনিয়নের পশ্চিম বাকাই গ্রামের বেলাল আকন্দের ছেলে সুমন (৩০), শাহজাহানের ছেলে রোমান (৩০), আব্দুল মতিনের ছেলে কুব্বাত (৩৮), দুখু (২৪), ফুলকোঁচা নয়াপাড়া গ্রামের ছুটুর ছেলে রফিকুল (৩৫), ডাংগারপাড় এলাকার নাদলের ছেলে সুজন (৩৫), ফুলকোঁচা এলাকার আজিজল মেম্বারের ছেলে মিন্টু (৪৫) সহ অজ্ঞাতনামা ২০/৩০ জন।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বিবাদীদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছিলো। সেদিন মোটরসাইকেল যোগে মেলান্দহ বাজার হইতে নিজ যাওয়ার পথে ফুলকোঁচা গিয়াস মাষ্টার বাড়ীর মোড়ে আসলে সুমন তার দলবল নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় মিনহাজ উদ্দিন বাবু, মোখলেস, হোসেন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মিনহাজ উদ্দিন বাবু বলেন, তাদের সাথে দীর্ঘদিন যাবত আমাদের পূর্ব শত্রুতা চলে আসছিল। মূলত হত্যার উদ্দেশ্যেই তারা আমাদের উপর হামলা চালিয়েছে। সেদিন আমি মোখলেস, হোসেনসহ বেশি কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের এখনো চিকিৎসা চলছে। আমার মামলা কে প্রভাবিত করার জন্য আসামিরা বিভিন্ন পায়তারা চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, মামলা হয়েছে। মামলা হওয়ার পর থেকে বেশির আসামি পলাতক রয়েছে। আসামিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একে