চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২২ ও ২৩ শিক্ষাবর্ষের স্কুল, কলেজ ও মাদরাসার ২৭ সেরা শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেনের সভাপতিত্বে ও আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাঈন উদ্দিন, কুমিল্লা জেলা শিক্ষা অফিসের প্রোগ্রামার রানা কুমার সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, চাঁন্দকরা সেকান্দর আালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্যাহ ভুঁইয়া। কোরআন তেলাওয়াত করেন সিংরাইশ রহমানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমান।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারিয়া আক্তার, মাহমুদুল হাসান, তাসফিয়া তাহফিম ও সামিয়া রহমান।
উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীদের অংশ গ্রহন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধরে রাখা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার জন্যই প্রতি বছর ক্রেষ্ট, সনদ ও গিফট দেয়া হয়।
একে