মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত : তথ্য উপদেষ্টা

মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) মধ্যরাতে মাহফুজ আলমের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্টটি শেয়ার দিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ।

পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।’

এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। রাত পৌনে তিনটার দিকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনায় পুরো দেশ শোক আর আতঙ্কে স্তব্ধ।


একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল