বুধবার, ২৩ জুলাই ২০২৫

মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি : 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা এবং সারা দেশে আইনশৃক্সখলা পরিস্থিতির
অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট জেলা শ্রমিক দল।

সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, দলের ভার প্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের আধুনিক ও চৌকস নেতৃত্ব এবং বিএনপির গণতান্ত্রিক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে । 

সোমবার (২১ জুলাই) শহরের কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিতহয় । এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী । উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহবায়ক শেখ শমসের আলী মোহন, আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, হাদিইজ্জামান হিরো, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলাযুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত প্রমুখ।

সমাবেশের পূর্বে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী নেতৃত্বে শহরের শিশু হাসপাতালে মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের দায় শ্রমিক দলের ওপর চাপানোর চেষ্টা করছে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাঁরা আরও বলেন, দেশের আইনশৃক্সখলা পরিস্থিতির অবনতির পেছনে সরকারের নির্লিপ্ততা স্পষ্ট। এই পরিস্থিতির অবসানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে সরদার লিয়াকত আলী বলেন, মূলত নির্বাচনকে প্রলম্বিত করতে এবং গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করার উদ্দেশ্যেই বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে মেতেছে একটি মহল। কিন্তু দেশের বৃহৎ গণতান্ত্রিক শক্তি বিএনপির বিরুদ্ধে এই চক্রান্ত কখনো সফল হয়নি, এবারও হবে না।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল