মো. সারওয়ার হোসেন, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (সিইউডিসি)'র উদ্যোগে জুলাই স্মরণে “আগামীর বাংলাদেশ: তারুণ্যের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ জুলাই) দুপুর ২টায় শহীদ হুদয় চন্দ্র তরুয়া ভবনের দ্বিতীয় তলার পরীক্ষাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সিইউডিসি’র সদস্য সচিব সুমাইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল শাহীন খান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের আহ্বায়ক নোমান ইবনে মোসলেহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইকবাল শাহীন খান বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা, চ্যালেঞ্জ ও করণীয় দিকগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল মান্নান এবং শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়া।
আলোচনা সভা শেষে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ।