নিজস্ব প্রতিনিধি:
‘আগামী বছরের (২০২৫) প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। যদি প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হয়, তাহলে তা হবে জাতির জন্য বেদনার আরেক অধ্যায়। আমরা বিচার চাই—অন্তত কিছু শীর্ষ অপরাধীর দৃশ্যমান শাস্তি দেখতে চাই।’ তিনি সতর্ক করে বলেন, ‘যুবকেরা রাস্তা চিনে ফেলেছে। ধানাইপানাই করলে তারা কাউকে ছাড় দেবে না।’ সিলেটের এক স্মরণ সভায় এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত ‘জুলাই বিপ্লবের শহীদ স্মরণ সভা ও দোয়া মাহফিলে’ তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘আমরা ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি আমাদের সংস্কৃতির অংশ নয়।’
তিনি আরও বলেন, ‘যে দল তার কর্মীদের নিজেই সামাল দিতে পারে না, তাদের হাতে বাংলাদেশের মানুষের জীবন কখনোই নিরাপদ হতে পারে না।’
সিলেটের জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, ‘আমরা কারো প্রভুতা মানব না। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে কোনো দেশের ‘বড় ভাই’ হওয়ার মানসিকতা মেনে নেওয়া হবে না।’
তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ‘সিন্ডিকেট চক্রকে’ দায়ী করেন এবং বলেন, ‘সিন্ডিকেট ভেঙে দিলে অন্তত ৪০ শতাংশ দাম কমে যাবে। যারা সিন্ডিকেট করে, তারা ভিক্ষুকের চেয়েও নিকৃষ্ট।’
জামায়াত প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘জামায়াত একটি মজলুম দল। আমাদের কোনো ‘‘বেগমপাড়া’’ নেই, প্রবাসেও পালানোর দরকার নেই। এ দেশেই আমরা মর্যাদার সঙ্গে বাঁচতে চাই। মানুষ আমাদের দায়িত্ব দিলে, ইনশা আল্লাহ দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করব।’
একে