তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
'প্রাণনাশের হুমকির অভিযোগ' মিথ্যা অপপ্রচারের মাধ্যমে ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লার্টফর্মকে প্রশ্নবিদ্ধ করার ঘৃণ্য ষড়যন্ত্র বলে পাল্টা অভিযোগপত্র দাখিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা সহ-সমন্বয়ক গোলামী রব্বানী।
সোমবার ( ২৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর তিনি এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, " গতকাল ২৬ জুলাই বুরহান মিয়া আমার বিরুদ্ধে একটা হুমকির অভিযোগ দিয়েছে। এটি পুরোপুরি মিথ্যা যা আমার ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন এবং হাজার হাজার শহীদকে ধারন করা সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা ঘৃন্য ষড়যন্ত্র।
সেখানে আরও বলা হয়, আমি আমার পরিচয় দিয়ে এবং নিজ নম্বর থেকেই কল দিয়েছিলাম একটা ব্যক্তিগত প্রয়োজনে। আমি যদি হুমকিই দিতাম তাহলে নিজ পরিচয় প্রকাশ করে এবং নিজ নম্বর থেকে তো দেওয়ার কথা না এটা তো পুরোপুরি স্পষ্ট। এবং তা তো কয়দিন আগের কথা। তারপর থেকে তার সাথে এখন পর্যন্ত আমার আর কোন কথা হয়নি। তার অভিযোগ পত্রটিতে মিথ্যা দিয়ে ভরে আমার সম্মান নষ্ট করেছে।" এছাড়াও এ 'মিথ্যা অভিযোগের কারনে বুরহান মিয়ার শাস্তি দাবি করেন তিনি।
প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, উভয়ের লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, 'গত ২৩ জুলাই রাতে একটি ভয়েস কলের মাধ্যমে সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী কতৃক বুরহান মিয়া কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে' বলে ২৬ তারিখ প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বুরহান মিয়া। এরই বিপরীতে পাল্টা অভিযোগপত্র দাখিল করেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী।