রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ইএসডিও-এ্যাকসেস প্রজেক্টের মাধ্যমে উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে আবহাওয়া-প্রতিরোধী কার্যক্রম নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে ও হেলভেটার সুইস ইন্টারকোঅপারেশন, বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশাল অনুষ্ঠিত হয়।
এতে কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরিফা আফরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ কামরুল ইসলাম, আলু বীজ, বিএডিসি’র উপ-পরিচালক (টিসি) কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী শিকর চন্দ্র রায় প্রমুখ।
কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন মোঃ সোহেল রানা, অফিসার লাইভলিহুড এন্ড এগ্রিকালচার, ইএসডিও-এ্যাকসেস প্রজেক্ট, কুড়িগ্রাম।
কর্মশালায় বক্তরা বলেন, আমরা এমন কোন কার্যক্রম বাস্তবায়ন করবো না, যা করলে প্রকৃতিতে আবহাওয়ার বিরুপ প্রভাব পরে। বিশেষ করে আমরা বসতবাড়ীর আশে পাশে কোনো জমি পতিত রাখবো না। রাসায়নিক সার প্রয়োগের ক্ষতিকর দিক নির্ণয় ও জৈব সার ব্যবহারের উপকারিতাসহ খরিপ-২ মৌসুমে বসত বাড়িতে কি ধরণে সবজি চাষ করা যায় তা আলোচনা করে ব্রাউন পেপারে লিখে উপস্থাপন করেন সদস্যরা।
এমআই