চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সাধারণ জনগণের অংশগ্রহণে একটি মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) চিওড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং বিদ্যমান সমস্যাবলী চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে আয়োজিত সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল হুদা তালুকদার।
চিওড়া ইউপি চেয়ারম্যান মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ, চিওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শাহাজালাল টিপু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী হাবীব আবু রকিব, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর হোসেন, জামায়াত নেতা নাজমুল হক বাবর, বেগম ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন, ইউপি সদস্য আবু তাহের হানিফ প্রমুখ।
সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিভিন্ন সমস্যার বিষয়ে সরব মতামত তুলে ধরেন। আলোচনার প্রেক্ষিতে এসব সমস্যার সমাধান এবং ইউনিয়নের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা।
বিশিষ্ট সমাজসেবক মো. ইয়াছিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা মোসা. সেলিনা আক্তার, ইউপি সদস্য আ. ন. ম. হোসাইন মো. নঈম, আনোয়ার হোসেন পিন্টু, জামাল উদ্দিন, মো. শাহজাহান, কাজী জাবেদ, আব্দুল মমিন মজুমদার, সংরক্ষিত নারী সদস্য উম্মে মাখতুম মাহরোজা সোলতানা, সুফিয়া বেগম, বিএনপি নেতা মিজানুর রহমান হাজারী, ডা. শাহজাহান কবির সাজু, সমাজসেবক হাফেজ আবুল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
একে