নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৯ জুলাই (সোমবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয় ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিগত কয়েক মাস যাবত নিজ এলাকায় দলীয় অভ্যন্তরে অনুশাসন অমান্য, হানাহানি ও সন্ত্রাসী উস্কানির অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। দলীয় সতর্কতা উপেক্ষা করে তিনি সন্ত্রাসী কর্মসূচি ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন বলে উল্লেখ করা হয়।
এ কারণে সংগঠনের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তার প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনটি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছেও অনুলিপি আকারে পাঠানো হয়েছে।
একে