সর্বশেষ সংবাদ
ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত
জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় ফুলবাড়ী বালিকা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)’ স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।
২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মেধা বৃত্তি প্রাপ্ত ফুলবাড়ী উপজেলার ৩৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেহনুমা তারান্নুম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের সাফল্য আগামী দিনের পথপ্রদর্শক হবে।”
জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন,“শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এসইডিপি প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজকের মেধাবীরা আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ. মাহাতাব হোসেন,ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, কাশিপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ হেল বাকি,জসিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক আরাবুর রহমান পাশা।
আলোচনা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা, মূল্যবোধ, দেশপ্রেম ও সৃজনশীলতায় গড়ে ওঠার আহ্বান জানান।
একে
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল