চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
সারা দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত খসড়া তালিকায় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে চৌদ্দগ্রামের সঙ্গে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করা হয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নের প্রায় চার লাখ ভোটারের বিশাল উপজেলা চৌদ্দগ্রামের সঙ্গে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করার প্রতিবাদ জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি।
বুধবার (৩০ জুলাই) রাতে তাৎক্ষণিকভাবে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চৌদ্দগ্রাম উপজেলা একটি স্বনামধন্য উপজেলা। এ উপজেলায় ভোটার প্রায় ৪ লাখ। প্রস্তাবিত খসড়া সংসদীয় আসনের তালিকায় চৌদ্দগ্রামের সঙ্গে সদর দক্ষিণকে সংযুক্ত করায় পুরো চৌদ্দগ্রামের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুমিল্লা-১১ সংসদীয় আসন পূর্বের ন্যায় চৌদ্দগ্রাম উপজেলাকেই কেন্দ্র করে বহাল রাখতে হবে। চৌদ্দগ্রাম আসন পূর্বের ন্যায় বহাল না থাকলে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃত্বে চৌদ্দগ্রামের সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মজুমদার, গাজী শহিদুর রহমান, আকতার হোসেন, আমিনুল ইসলাম ছুট্টু, পৌর বিএনপির সদস্য অধ্যাপক এয়াকুব পাটোয়ারী, আবদুর রশিদ, কাজী জসিম, দুলাল পাটোয়ারী, হাছান শাহরিয়ার খাঁ, ইলিয়াছ পাটোয়ারী, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হাসান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক ব্যাপারী, পৌর বিএনপি নেতা জাকির হোসেন, বাবুল মুন্সী, আইয়ুব আলী পাটোয়ারী, ইয়াছিন পাটোয়ারী, মতিন পাটোয়ারী, কামাল উদ্দিন মজু:, আলমগীর হোসেন, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মাসুদ রানা সুজন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম হোসেন অনিক প্রমুখ।
এদিকে, বুধবার আগারগাঁওয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের একটি খসড়া অনুমোদন করা হয়েছে। এ খসড়ার বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন।
একে