চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল হোসাইন। এ উপলক্ষে অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একতা বাজার ঈদগাঁহ সফিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা হাসান মজুমদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাখাওয়াত হোসেন শামীম, মুন্সিরহাট ইউনিয়ন যুব বিভাগের প্রচার সম্পাদক ইফতেখার উদ্দিন মেশকাত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।
একে