বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্বেচ্ছাসেবী রক্তদাতা ছাত্র সংগঠন বাঁধনের কৃষিকন্যা হল ইউনিটের নবীনবরণ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২আগস্ট (সোমবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স হলে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাঁধন কৃষিকন্যা হল ইউনিট।
অনুষ্ঠানের শুরুতে ১২৫ জন নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বাঁধন কৃষিকন্যা হল ইউনিট। এরপর চারজন রক্তদাতা সদস্যকে সম্মাননা হিসেবে সনদ প্রদান করা হয়।
বাঁধন কৃষিকন্যা হল ইউনিটের সভাপতি আলিফ মেহেরুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রাবন্তী ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটি ফর এডভান্সড স্টাডিস এন্ড রিসার্চ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক ও বাঁধনের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মো হাম্মাদুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান। এছাড়াও কৃষিকন্যা হলের হাউজ টিউটরবৃন্দ, বাঁধন বাকৃবি জোনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পাপন কর্মকার এবং বাঁধনকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড আনিসুজ্জামান বলেন, বাঁধন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন, যা তোমাদেরকে রক্তদানের মতো একটি মহৎ কাজে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। পড়াশোনার পাশাপাশি এই ধরনের মহৎ কাজে নিজেদের নিয়োজিত করলে তোমরা কেবল অসহায় মানুষের জীবন রক্ষায় সাহায্যই করছ না, বরং নিজেরাও আত্মিকভাবে সমৃদ্ধ হতে পারছ। এর মাধ্যমে তোমরা পরোপকারের দৃষ্টান্ত স্থাপন করছ।
অধ্যাপক ড. মো. সামছুল আলম বলেন, থ্যালাসেমিয়া আমাদের দেশের জন্য একটি বড় সমস্যা, এবং আমরা অনেকেই এর বাহক। এই ভয়াবহ রোগ প্রতিরোধে এবং আক্রান্তদের সাহায্য করতে রক্তদান অত্যন্ত জরুরি। তাই, যখনই সুযোগ পাবে, এই মহৎ কাজে নিজেদের যুক্ত করবে। একজন চরিত্রবান মানুষ হিসেবে তোমরা এখান থেকে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা নিয়ে যাবে এবং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।
একে