জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ভারতের পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিক খাড়ি গ্রামের বাসিন্দা মো. মিঠুন (২২) অপহরণ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। নির্যাতনের একটি ভিডিও পাঠিয়ে টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দিয়েছেন তারা।
মিঠুনের বাবা আব্দুর রউফ বলেন, মিঠুন কয়েক বছর ধরে পাঞ্জাবের একটি ইটভাটায় রাজমিস্ত্রির কাজ করতেন।
গত কয়েক দিন থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।আজ মঙ্গলবার সকালে একটি ভারতীয় নম্বর থেকে মিঠুনের পরিবারের কাছে ফোন আসে।ফোনে অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।মুক্তিপণের টাকা না দিলে তারা ওকে মেরে ফেলার হুমকি দেয়।
ভিডিওটিতে দেখা যায়, অপহরণকারীরা মিঠুনকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করছে।
পরিবারের সদস্যরা জানান, ভিডিওটিতে মিঠুনকে চরমভাবে ভীতসন্ত্রস্ত দেখাচ্ছিল। অপহরণের সঙ্গে জড়িতরা হরিপুর উপজেলারই বাসিন্দা এবং তারা ভারতের কাশ্মীর অংশে কাজ করতেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
মিঠুনকে উদ্ধারের স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবারের সদস্যরা।
হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, বিষয়টি প্রাথমিকভাবে জানতে পেরেছি। অভিযোগ দিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এমআই