রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

৩ শতাধিক হতদরিদ্রকে শাকসবজি বিতরণ করল কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ

বুধবার, জুলাই ১৪, ২০২১
৩ শতাধিক হতদরিদ্রকে শাকসবজি বিতরণ করল কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামে কঠোর লকডাউনে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। অনেক শ্রমজীবি খেটে খাওয়া মানুষ খাদ্য কষ্টসহ কর্মহীন হয়ে পড়েছে। এ অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ এসব কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

বুধবার দুপুরে কেন্দ্রীয় শাপলা মোড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে সবজি বিতরণে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি-সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো:জাফর আলী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদ হাসান লোবান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মমিনুর রহমান মমিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো:রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো:সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, সাবেক সহ-সভাপতি ফিরোজশাহী, সোলায়মান গাদ্দাফিসহ ছাত্রলীগের আরো শতাধিক কর্মী।

এসময় ৩শতাধিক অসহায় ও কর্মহীন মানুষকে মিষ্টি কুমড়া, পুঁইশাক, ঝিঙে সহ নানা শাকসবজি বিতরণ করা হয়।

ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান,করোনার মত এ মহামারীতে এধরনের কর্মসূচি ছাত্রলীগের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল