শিমুল আলী:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা,ও সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে নাটোরের লালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ই আগষ্ট) দুপুরে লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে লালপুর ত্রিমোহনী চত্বরে এই মানববন্ধনে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যুগান্তরের লালপুর প্রতিনিধি প্রভাষক সাইন ইসলাম, সহ-সভাপতি সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার প্রমূখ। এ সময় লালপুর উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা,ও সাংবাদিকদের হয়রানির মতো ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করছে ও জনগণের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। আমরা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।